• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সেনবাগ স্টুডেন্ট’স ফোরাম,ঢাকা এর সভাপতি আলী ও সাধারণ সম্পাদক রকি আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন গাবতলীর ছিন্নমুল মানুষের মাঝে বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ উদ্যোগে শীত বস্ত্র ও খাবার বিতারন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত চট্টগ্রাম নগরীর স্টেশন রোড থেকে ফেন্সিডিল ও গাঁজা সহ গ্রেফতার-২ জগন্নাথপুরে হিল সামাজিক সংগঠনের উদ্যােগে সাবলম্বিকরণ প্রকল্প ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক ফিরলেন চট্টগ্রামে পঁচা গন্ধে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের লাশ আমতলীতে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্ত ও হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ সেনবাগে তারুণ্যের উৎসব ২০২৫ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পঁচা গন্ধে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের লাশ

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি
আপডেটঃ : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

পঁচা গন্ধে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের লাশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পঁচা-দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বসতঘরে পাওয়া গেছে এক ব্যক্তির লাশ।

তবে পুলিশ তাৎক্ষণিক এই ঘটনার কোনো কারণ জানাতে পারেনি। নিহত মহিন উদ্দিন (৩৫) চট্রগ্রামের খুলশী থানার পূর্ব ফিরোজ শাহ কলনীর আবদুল মমিনের ছেলে। তিনি পেশায় একজন চালক ছিলেন।

বুধবার (৮ জানুয়ারি) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে,গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুন্সি স্বর্ণকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিন উদ্দিন প্রেম করে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সুমি আক্তারকে (২০) বিয়ে করে। তাদের ঘরে ২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে গত ৩/৪ মাস আগে সুমি তার স্বামীকে ডিভোর্স দেয় বলে জানা যায়।কিন্তু স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে অস্বীকৃতি জানান।

ধারণা করা হচ্ছে, গত ২/৩ দিন আগে মহিন উদ্দিন শ্বশুর বাড়িতে এসে তাদের বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন মহিন উদ্দিনের শ্বশুরের বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পায়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে তারা এসে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, ওই ঘরে গত ৩/৪ মাস ধরে শ্বশুরের পরিবারের কেউ থাকেনা।খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।লাশে পঁচন ধরে গেছে।মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ