ধামরাইয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা আলহাজ্ব তমিজ উদ্দিন
ঢাকার ধামরাইয়ে সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৪ এর মহানবমীতে দিনব্যাপী ধামরাই পৌর সভায় বিভিন্ন দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
এরই ধারাবাহিকতায় শনিবার (১২ অক্টোবর) রাত নয়টার দিকে ধামরাই উপজেলার সবচেয়ে সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান পাচঁশত বছরের ঐতিহ্যবাহী বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য,ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন,ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম ,ধামরাই থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খান ফরহাদ, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক,ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকদ্বয় ইঞ্জিনিয়ার মারুফ শিকদার,ফিরোজ খান বাবু, পৌর বিএনপির সহ-সভাপতি , শোয়েব আহমেদ, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক, বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল,বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী সুনীল পাল,মন্দির কমিটির কর্মকর্তা সঞ্জীব চৌধুরী, শ্যামগোপাল পাল,প্রাণ গোপাল পাল,দেবাশীষ গোস্বামীসহ অন্যান্য কর্মকর্তা -সদস্যবৃন্দ,এতদ্ অঞ্চলের সর্বস্তরের ভক্তবৃন্দ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের
নেতা-কর্মীরা।
এ’সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির থানা কমিটির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন তার বক্তব্যে বলেন প্রতিবারের মতো এবারও ধামরাইয়ে শারদীয় দুর্গোৎসবের আজ নবমীতে বর্ণিল ধর্মীয় আবহে,আনন্দ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছেে।আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের ধামরাই থানা বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় রয়েছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করেন।
তিনি আরো বলেন, সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি আপনাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি সেইসাথে বিজয়াদশমীতে আমি নিজে আপনাদের ঐতিহাসিক মাধববাড়ির ঘাটে বিসর্জন ঘাটে উপস্থিত থাকব বলে জানান বিএনপি নেতা আলহাজ্ব তমিজ উদ্দিন।