মাইনুল ইসলাম রাজু, বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী পৌরসভার কেদ্রীয় লেকের সৌন্দর্য্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজবাদ পৌর ভবনর সামনে লেকের ঘাট সংলগ্ন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশ্রাফুল আলম।
ওয়ার্ল্ড ব্যাংকর সহযাগিতায় লোকাল গর্ভমেট কোভিট-১৯ রসপন্স অ্যান্ড রিকভারী প্রজেক্টের আওতায় আমতলী পৌরসভা ওই কাজটি বাস্তবায়ন করছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২ কাটি ৫৬ লক্ষ ৯৮ হাজার ৩২৩ টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকশলী মো. মজিবুল হায়দার, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো মামুনুর রশিদ, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খান, ঠিকাদার এ্যাডভাকট মো. হালিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব তারিকুল ইসলাম টারজান, বিএনপি নেতা মো. মশিউর রহমান, বিএনপি নেতা মো. কাওছার, স্বপন হাওলাদার, মোশারেফ হোসেন মোল্লা, পৌরসভার সাবেক সকল কাউন্সিলরগন, সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।