• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমবার সচিবালয়ে বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত নবলোক ও ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে “Gender Transformative WASH” বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার গোনালী একটি পতিত জমিতে জাতীয় ফুল শাপলা স্মৃতির আসনে জায়গা নিয়েছে রংধনু স্পোর্টিং ক্লাব আয়োজিত শুভ সকাল অনুর্ধ ১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নোয়াখালীতে এক শিশুর দায়ের আঘাতে আরেক শিশুর মৃত্যু মধুপুরে উপজেলা ভিত্তিক ভুমি বিষয়ক সচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কেরানিহাট ‘দি গ্রিন ভিশনে’র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

রিয়াজ রহমান, সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা যুবদলের অন‍্যতম নেতা শামিনুর রহমানের সভাপতিত্বে এবং জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ রাজা ও পৌর যুবদল নেতা আফরোজ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবে প্রধান উপদেষ্টা আবিবুল বারী আয়হান, প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক যুবদলের আহ্বায়ক এম এ কয়েস, বিশেষ অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা গোলজার হোসেন চৌধুরী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহ মহসিন মামুর, জগন্নাথপুর উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুস মাষ্টার, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা এখলাছুর রহমান তালুকদার নিক্সন।

বিএনপি নেতা হাফিজ মাওলানা হাফিজুর রহমান এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জামিল হোসেন গেদন,উপজেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ ,উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা বিএনপি নেতা আওয়াল মিয়া
বিএনপি নেতা আব্দুল হান্নান, কাইয়ুম মেম্বার খলিলুর রহমান মেম্বার, উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব, বিএনপি নেতা আশরাফুল হক সুমন, আশাকান্দি ইউপি বিএনপির সাবেক সেক্রেটারি গোলাম মোস্তফা, কলকলি ইউপি বিএনপির সাবেক সেক্রেটারি আঙ্গুর মিয়া,বিএনপি নেতা কয়ছর আহমদ, জিতু মিয়া, সৈয়দ নানু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কলকলি ইউপি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিতু মিয়া, সাবেক কাউন্সিলর আলাল হোসেন, সাবেক কাউন্সিলর কামাল হোসেন, বিএনপি নেতা কমর উদ্দিন, মইনুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম বাবর, সাবেক সহ সভাপতি শাহিন আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা সোহেদ আহমদ লেবু মিয়া, তাজুল হোসেন জিম্মাদার, ইমরান খান, কয়েস নূর, টিপু মিয়া, ফয়সল আহমদ, পাটলি ইউপি যুবদলের সাবেক আহ্বায়ক শাহ রুমেল, যুগ্ম আহ্বায়ক রিপন মিয়া,সাবেক ছাত্র নেতা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সামসুজ্জামান শামীম,সাবেক ছাত্রদল নেতা জয়নুল হক জয়, যুবদল নেতা মতিউর রহমান, মুহিত কাবেরী প্রমূখ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউ‌নিয়ন, পৌর সভার বি়ভিন্ন ওয়ার্ড সমূহের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের এ দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এ অঙ্গসংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়। বক্তরা আরো বলেন,লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, দলের ভিতরে এবং বাহিরে কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ