মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগের ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রাণকেন্দ্র সেবারহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৫৩ তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সকাল ১১টায় ফিতা কেটে ব্যাংকটির শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউসিবি ব্যাংকের চৌমুহনী শাখার ব্যবস্হাপক মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ও চৌমুহনী শাখার এক্সিকিউটিভ অফিসার মো: শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসিবি ব্যাংকের ফেনী শাখা ব্যবস্হাপক মো: মজিবুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসিবি ব্যাংক হেড অফিসের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মো: জাহিদুল ইসলাম,৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান,সেবারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহার উল্যা,ইউসিবি ব্যাংকের কাজীরহাট শাখা প্রধান মো: মিজানুর রহমান,সোনাইমুড়ী শাখা প্রধান মো: আবুল ফয়েজ,২নং ওয়ার্ডের জনপ্রতিনিধি কাজী জহিরুল ইসলাম মাসুদ ও ইউসিবি কল্যান্দি এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক দিদারুল আলম সহ প্রমুখ।