বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় সনাতন ধর্মাবলম্বীদের লীলারস যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরপাড়া ও গড়চৈতন্যপুরে গ্ৰামবাসীর আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন জেলার নামসুধা লীলারস কীর্তন পরিবেশন করেন। গড়চৈতন্যপুরের যজ্ঞানুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি সুদেব কর্মকার,সাধারণ সম্পাদক উৎপল কর্মকার জানান,এবার তাদের ৯৮তম অধিবেশন এবং ১৫ই ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে।
অপরদিকে চরপাড়া যজ্ঞানুষ্ঠানের কোষাধ্যক্ষ ধীরেন্দ্রনাথ সরকার জানান,তাদের এবার ১২তম অনুষ্ঠান তবে একই সময় সুচিতে চলেছে। তিনি আরো বলেন, অনুষ্ঠানে এসে ধর্মানু্রাগী নারী ও পুরুষেরা অত্যন্ত সুন্দর শান্তপ্রীয় ভাবে বসে বিভিন্ন এলাকা থেকে আগত নামী-দামী কীর্তনীয়া ও তার সহযোগিদের মধুর সুরে পরিবেশনকৃত মধুর মহানাম কীর্তন উপভোগ করেছেন।
এদিকে অনুষ্ঠানে গিয়ে দেখা গেছে, কীর্তনের চলাকালীন সময়ে মাঝেমধ্যেই ভাবাবেগে একে অপরকে জড়িয়ে ধরে অশ্রুশিক্ত নয়নে আলিঙ্গন করছে। এই অনুষ্ঠানকে ঘিরে ওই দুই গ্ৰামে সাজ সাজ রব পড়েছে এ উপলক্ষে প্রতিটি বাড়িতে এসেছে দুর-দুরান্ত থেকে তাদের নিকট অত্নীয়-স্বজন।