বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলায় মকরী সপ্তমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসব পালিত হয়েছে। শুক্লা পঞ্চমী (সরস্বতী পুজোর) একদিন পর মকরি সপ্তমী তিথী অনুযায়ী গতকাল শুক্রবার উপজেলার আড়িঘাটে শতাধিক বছরের ঐতিহ্যবাহী বাঙ্গালী নদীর জলে এ স্নান উৎসব উদযাপিত হয়।
আয়োজক কমিটির উপদেষ্টা সাংবাদিক বিকাশ চন্দ্র স্বর্নকার বলেন, সপ্তমী তিথিতে আমরা এ উৎসব পালন করি। এতে বিভিন্ন এলাকার লাখো হিন্দু ধর্মাবলম্বীদের আগমনে মিলন মেলায় পরিণত হয়। স্থানীয় সুধীর চন্দ্র মহন্ত বলেন, আমাদের ধর্মাবলম্বী নারী ও পুরুষেরা নদীর তীরে এসে স্নান পুর্বে পুরোহিত দ্বারা মন্ত্র পাঠ করে নদীর জলে স্নান করে।এ উপলক্ষে আমরা স্নানযাত্রীদের কাপড় পরিবর্তনের জন্য বেষ্টনীর ব্যবস্থা এছাড়াও ভজন,কীর্তন চলবে দিনভর।
বিশ্বনাথপুরের শ্রীশরৎ হালদার বলেন,এমেলায় দেশ ভাগের পূর্বে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রচুর জটাধারী সাধু সন্যাসীরা মেলায় আগেই এসে অবস্থান করতেন। তবে এখন শুধু দেশের বিভিন্ন এলাকা থেকে সাধু ভক্তরা এসে স্নান উৎসব পালন করে। উৎসবে আসা পূর্নার্থী ভক্ত অনিমেষ সাধু বলেন,ভাগবতের শ্লোকে আছে মা গঙ্গা সদাচার ও সাধুগুরু বৈষ্ণবের পদধুলীর পাওয়ার আসায় পথ চেয়ে থাকেন। তবে সাধু গুরুর চরন ধুলী পেলে মা গঙ্গা সহ উভয়ে ধন্য হয়ে মিলবে পূণ্যঅর্জন। এদিকে মেলা উপলক্ষে নদীর তীরে নাগরদোলা,নৌকা,চরকি সহ হরেক রকমের পণ্যের পসড়া সাজিয়ে বসেছিলেন দোকানীরা চলে জমজমাট বেচাকেনা।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি)বাবু কুমার সাহা বলেন,হিন্দু ধর্মাবলম্বীদের স্নান ও মেলা উপলক্ষে নিরাপত্তার সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে