মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
বিশিষ্ট ব্যবসায়ী ও টেক্স ওয়ান বিডি’র কর্ণধার খালেদ মোশাররফ জুয়েল পুনরায় নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।বুধবার বিদ্যালয়ের অফিস কক্ষে নব নির্বাচিত অভিভাবক সদস্য,দাতা সদস্য,সদস্যদের প্রথম সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালেদ মোশাররফ জুয়েল কে টানা তৃতীয় বারের জন্য সভাপতি নির্বাচিত করা হয়।
সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন ইকবালের সঞ্চালনায় সভায় সকল সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে খালেদ মোশাররফ জুয়েলের বিশেষ অবদান বিবেচনায় নিয়ে তাকে পুনরায় সভাপতি নির্বাচনে সর্বসম্মত সিন্ধান্ত নেন।
তরুণ এ ব্যবসায়ী বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পর তার হাত ধরে বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক কর্মকান্ড,মানবিক কাজে ব্যাপক দান অনুদান দিয়ে খালেদ মোশাররফ জুয়েল ইতোমধ্যেই এলাকায় প্রশংসিত হয়েছেন।