মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
গ্রাহকদের যথাযথ সেবা দেওয়ার মাধ্যমে ব্যবসায়িক সফলতার (২৬ বছর) পার করেছে প্রিয় টপস্টার গ্রুপ। ১৯৯৭ সালের ২৮ জানুয়ারিতে প্রতিষ্ঠা লাভের পর নীতি নির্ধারকদের সর্বাত্মক প্রচেষ্টায় ও দিকনির্দেশনায় দেশের ফ্রেইট-ফরোয়ার্ডিং ব্যবসায় আমূল বিপ্লব ঘটিয়ে টপস্টার এখন গ্রাহকদের কাছে বিশ্বস্ত এক নাম।২৬ বছর পার করে প্রিয় টপস্টার গ্রুপ ২৭-এ পা দিয়েছে।
টপস্টার এখন অভিজ্ঞতাসম্পন্ন এক ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে রয়েছে অভিজ্ঞ নীতি নির্ধারক ও প্রবীণ-নবীনের সমন্বয়ে গড়া এক বড় পরিবার। বর্ষপূর্তি উপলক্ষে গুলশানে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। কাটা হয়েছে কেক।হয়েছে পিঠা উৎসব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-টপস্টার গ্রুপের চেয়ারম্যান এ কে এম নাসির উদ্দীন,ব্যবস্হপনা পরিচালক সৈয়দ হারুন,পরিচালক আবুল কালাম আজাদ,পরিচালক এ বি এম শাহাদাত হোসেন,পরিচালক তানভীর আহমেদ,নির্বাহী পরিচালক কামাল হোসেন মাহমুদ,জেনারেল ম্যানেজার ফাতেমা মাজিয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।