রনজিত কুমার পাল (বাবু):
ঢাকার ধামরাই উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বৃহষ্পতিবার (১৮ জানুয়ারি-২০২৪) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপত্বিতে ২০২৩ সালের ডিসেম্বর মাসের উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ (ঢাকা-২০) সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অদ্য ১৮/০১/২০২৪খ্রিঃ তারিখে ধামরাই উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা সভা ও সাধারণ সভায় অংশ গ্রহণের মাধ্যমে ধামরাই আসনের এমপি হিসাবে তৃতীয় বারের মতো কর্মযাত্রা শুরু করলেন।
এ সময় ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান এবং সরকারী কর্মকর্তাগণ ফুল দিয়ে নতুন সংসদ সদস্যকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ,পিপিএম, ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসারবৃন্দ ও ধামরাইয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।