বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) এ ডাইরিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে শিশু ও বয়স্ক রুগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে,গত ক’দিন ধরে চলমান শৈত্যপ্রবাহের কারণে এ ধরনের রোগের প্রকোপ বেড়ে যায়। ফলে হাসপাতালেও এ ধরণের রোগীর ভর্তি বেড়ে গেছে তবে এটি মোকাবেলায় প্রয়োজনীয় ঔষধ সরবরাহ আছে এবং চিকিৎসা সেবার কোন ঘারতি নেই বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।
চিকিৎসা নিতে আসা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমাড়া গ্ৰামের বাদশা মিয়া জানান, তীব্র শীতের কারণে কয়েক দিন ধরে শ্বাসকষ্ট নিয়ে অত্যন্ত কষ্টে ছিলাম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে এখন ভালো আছি এবং সেবার মান ভালো। ডাইরিয়ায় আক্রান্ত দের বছরের শিশু নাইমকে নিয়ে চিকিৎসা নিতে আসা তার মা বলেন,শীত বৃদ্ধির কারণে কোলের শিশু নাইম বার বার বোমন ও পাতলা পায়খানা করতে থাকলে দ্রুত হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়ে চিকিৎসা নিচ্ছি এখন ছেলে সুস্থ্য আছে।
ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রহিম বলেন, শীতের প্রকোপ বেশি হলে এধরনের রোগের বৃদ্ধি ঘটে তবে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন কবিরাজ বলেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সাথে শিশুদের ডাইরিয়া, নিমুনিয়া সহ বয়স্কদের শ্বাসকষ্ট বেড়ে যায়। মোকাবেলায় আমাদের চিকিৎসকরা সজাগ রয়েছেন পাশাপাশি পর্যাপ্ত ঔষধো সরবরাহ আছে এবং হাসপাতালে ভর্তিকৃত রোগীদের গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
তবে এ সময়ে শিশুদের ঘন ঘন মাতৃ দুগ্ধ পান সহ হালকা গরম পানিতে গোসল করানোর কথা বললেন সেই সাথে খেজুরের রস বা পাখি খাওয়া ফল না খাওয়ার পরামর্শ দেন তিনি।