রনজিত কুমার পাল (বাবু):
ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাত শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন এস চৌধুরী গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর শিল্পপতি সুধীর চৌধুরী।
বুধবার ও বৃহস্পতিবার (১৭ ও ১৮ জানুয়ারি) দুইদিন ব্যাপী ধামরাই উপজেলার কুশুরা,যাদবপুর,বাইশাকান্দা ও বালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় বিশিষ্ট সমাজসেবক এস চৌধুরী গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক শিল্পপতি শ্রী সুধীর চৌধুরীর নিজস্ব অর্থায়নে।
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জন জীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে হতদরিদ্র নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ধামরাইয়ের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট দানবীর এস চৌধুরী গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক শিল্পপতি শ্রী সুধীর চৌধুরী।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম পরিচালনা করেন শ্রী ক্ষিতিশ রায়,শ্রী নারায়ণ সরকার,শ্রী জীবন সরকার, শ্রী ভবেশ সরকার,শ্রী ব্রজেন্দ্র বাবু,শ্রী ভুপেন্দ্র বাবু,মোশারফ হোসেন,আ: সাত্তার,শ্রী নিমাই বাবু, শ্রী দেবাশীষ চৌধুরী প্রমূখ।