আবদুল হামিদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে আলোচনা সভা,জয়িতাদের সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা,জয়িতাদের সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মধুপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন সুলতানা সুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জাকির হোসাইন,।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপ্রক সভাপতি মধুপুর কলেজের সাবেক অধ্যাপক গোলাম ছামদানি, সনাক সভাপতি মো. আব্দুল মালেক, মধুপুর শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান প্রমুখ।
এ সময় সাংবাদিক, এনজিও প্রতিনিধি, তরুণ শিক্ষার্থী, জয়িতাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে ৫ ক্যাটাগরীতে ৫ জয়িতাকে সনদ ও সম্মাননা প্রদান করেন অতিথিগন