এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী’২০২৩ পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে শুভ সূচনা শুরু হয়। এ সময় র্যালি পাইকগাছা পৌরসদর প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্ত্বরে এসে শেষ হয়।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদ্বোধন করেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।
এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল জাহাঙ্গীর, লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, সাবেক অধ্যক্ষ হরে কৃষ্ণ দাশ, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য জি এম মিজানুর রহমান মিজান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি শেখ আব্দুল গফুর, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ, নির্বাহী সদস্য জহুরুল হক, সদস্য হাফিজুর রহমান রিন্টু, মাজহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ, আনারুল ইসলাম, শাফিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির ডুমুরিয়া -পাইকগাছা প্রতিনিধি আক্তারুজ্জামান লিটন, চ্যানেল এস টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুকুল। কপিলমুনি প্রেসক্লাবের এ কে আজাদ, মিলন দাশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির শেখ আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।