এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সবচে বড় ধর্মীয় উৎসবেব প্রস্তুতি প্রায় শেষ। ইতোমধ্যে বিভিন্ন এলাকার মন্দিরগুলোয় প্যান্ডেল ও আলোকসজ্জায় সাজানো হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত কপিলমুনির পূর্ব পাড়া হরিসভা পুঁজা মন্দির। উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্দির থেকে ভিন্ন ভিন্ন সাজসজ্জার আলোয় আলোকিত মন্ডপ আঙ্গিনা। আলোর ঝলকানিতে চোখ জুড়িয়ে যায় আগতদের।
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির পূর্ব পাড়া হরিসভা মন্দিরে সভাপতি শ্রী জগদীশ চন্দ্র দে জানান, প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আগামী ২০ অক্টোবর শুভ উদ্বোধন ও প্রদীপ প্রজ্বলন উদ্বোধন করবেন বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী বিজয় কুমার ঘোষ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কৃষ্ণ পদ দাশ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিমান সাহা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শ্রী চম্পক কুমার পাল,এড তমাল কান্তি ঘোষ, শ্রী সাধন কুমার ভদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শ্রী সমীরণ সাধু ও শ্রী আনন্দ মোহন বিশ্বাস। পুঁজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ কুমার দে জানান, ৯৪তম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২০ অক্টোবর মহা ধুমধামের সঙ্গে আমাদের মন্দিরে পুঁজা উদযাপন করা হবে।