• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে “সাপ্তাহিক পূর্বধারা” পত্রিকার প্রকাশ উপলক্ষে পরামর্শ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত সোনাতলায় বসত বাড়িতে আগ্নীকান্ডে চার লাখ টাকার মালামাল ভস্মীভূত নোয়াখালীতে চারলক্ষ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার ছাত্রী অপহরনকারী কসবা’র স্কুল শিক্ষক ইকবাল ভিকটিম ছাত্রীসহ চট্টগ্রামে র‌্যাবের হাতে আটক সোনাতলায় ৪৮ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সেনবাগে ছাত্রদল সেক্রেটারী আহমেদ বাবু গ্রেফতার বগুড়া সোনাতলায় বিভিন্ন মামলায় ৫জনকে গ্ৰেফতার করেছে পুলিশ আচারণ বিধি লঙ্ঘন করায় নোয়াখালী-১ আসনের আ.লীগ প্রার্থীকে শোকজ কপিলমুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন’২৩ অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর নোয়াখালী-২ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বগুড়ায় বিএসটিআই এর সার্ভিল্যান্স,স্কোয়াড অভিযান,বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সনদ গ্ৰহনের তাগিদ

News Desk
আপডেটঃ : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় বিএসটিআই এর সার্ভিল্যান্স,স্কোয়াড অভিযানে পণ্যের গুণগতমান সহ ওজন পরিমাপ যাচাই করেন জেলা অফিস । সেই সাথে বেশকিছু প্রতিষ্ঠানকে ৭দিনের মধ্যে বিএসটিআই কর্তৃক সনদ গ্ৰহনের তাগিদ দেওয়া হয়।

১০ই অক্টোবর মঙ্গলবার দিনব্যপী বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী (সংযুক্তি বগুড়া)’র উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠান গুলো হলো,শহরের থানা সংলগ্ন আকবরিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী এর উৎপাদিত(পাউরুটি,বিস্কুট, কেক,চানাচুর ও লাচ্ছা সেমাই) পণ্যের বিএসটিআই’র (CM ও PCR) কোন ধরনের সনদ না থাকায় আগামী ৭দিনের মধ্যে সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয় অফিস এবং ওজন যন্ত্র যাচাই করে পরিমাপের সঠিক পাওয়া যায় এবং ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। নতুবা আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শহরের চারমাথা এলাকার মেসার্স বঙ্গ মিলার্স লিঃ নামের প্রতিষ্ঠানটির পাউরুটি ও বিস্কুট পণ্যের সিএম সনদ থাকলেও PCR সনদ না থাকায় তা গ্রহণের পরামর্শ প্রদান করা হয় ।সিএম গুণগত মান যাচাইয়ের জন্য নমুনা সীলকরন করা হয়েছে।

শহরের ১নং রেলগেট সংলগ্ন মেসার্স সেলিম হোটেল এন্ড রেস্টুরেন্ট নামের প্রতিষ্ঠানটির ফার্মেন্টেড মিল্ক পণ্যের বিএসটিআই’র কোন ধরনের সনদ (CM ও PCR) না থাকায় আগামী ৭ দিনের মধ্যে সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। নতুবা আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুরান বগুড়ার কেডিসি রোডে সীমা ফ্লাওয়ার মিলস নামের প্রতিষ্ঠানটির উৎপাদিত আটা,ময়দা,ভুষি ও সুজি পন্যসমূহের সিএম সনদ থাকলেও PCR সনদ না থাকায় তা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

সিএম গুণগত মান যাচাইয়ের জন্য নমুনা সীলকরন করা হয়েছে। জেলার শাজাহানপুর উপজেলার আশেকুর এলাকার চিনিপাতা দই ঘর নামীয় প্রতিষ্ঠানের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক ও লাচ্ছা সেমাই পণ্য দু’টির সিএম সনদ থাকলেও PCR সনদ না থাকায় তা গ্রহণের পরামর্শ প্রদান করা হয় এবং সিএম গুণগত মান যাচাইয়ের জন্য নমুনা সীলকরন করা হয়েছে। সদর উপজেলার ছিলিমপুরের মেসার্স অতিথি ফিলিং স্টেশন নামীয় প্রতিষ্ঠানটির ডিস্পেন্সিং ইউনিটগুলো পরিমাপের গ্রহণযোগ্য সীমার মধ্যে পাওয়া যায়। আন্ডারগ্রাউন্ড স্টোরেস্ট ট্যাংকের হালনাগাদ সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

চারমাথা এলাকার মেসার্স চারমাথা ফিলিং স্টেশন প্রতিষ্ঠানটির ডিস্পেন্সিং ইউনিটগুলো পরিমাপের গ্রহণযোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায়। সাতমাথা এলাকায় বিআরটিসি এর মার্কেটের ১৫টি দোকানের স্বত্তাধিকারীকে ওজন ও পরিমাপক যন্ত্র সরবরাহকারী সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়েছে। এ বিষয়ে বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী (সংযুক্তি বগুড়া) এর কর্মকর্তাগণ জনাব মোঃ মেসবাহ- উল হাসান প্রতিনিধিকে বলেন,সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান সারা বছর অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন,বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ শাহ আলম পলাশ খাঁন, পরিদর্শক (মেট.) সহ ওই কর্মরত কর্মকর্তা ও কর্মচারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ