বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার বিএসটিআই জেলা অফিস এবং শেরপুর উপজেলা প্রসাশনের যৌথ অভিযানে ১৫হাজার পিচ আইচ ললি পণ্য ও আইচ ললিপণ্য তৈরির মেশিন জব্দ করে মোবাইল কোর্ট। এসময় ওই প্রতিষ্ঠানকে অবৈধ ললিপণ্য রাখার দায়ে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ১০হাজার টাকা জরিমানা করেন।
অফিস সুত্রে জানা গেছে,২রা অক্টোবর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)এস,এম,রেজাউল করিম,বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী (সংযুক্তি) বগুড়া এর প্রসিকিউটর কর্মকর্তা মোঃ শাহ আলম পলাশ খাঁন পরিদর্শক (মেট.),মোঃ মেসবাহ উল হাসান, ফিল্ড অফিসার (সিএম) সহ থানা পুলিশের সহযোগিতায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্টের অভিযানকালে শেরপুর পৌর এলাকার গোসাইবাড়ি বটতলার মৃত আইয়ুব হোসেনের ছেলে মোঃ লিটন মিয়ার নিজ নামীয় মেসার্স এ মোহাম্মদ আইসক্রিম ভান্ডার কারখানায় গিয়ে ললিপণ্যের মোরক দেখতে পান। লিটন মিয়া নিজেই দির্ঘদিন ধরে কারখানায় মেশিন দ্বারা অবৈধ ভাবে ললি পণ্য তৈরি ও মজুদ করে আসছে।
এসময় মোবাইল কোর্ট কে বিএসটিআই এর কোন বৈধ সনদ দেখাতে পারেনি ওই কারখানার মালিক । বৈধ সনদ না পাওয়ায় ১৫হাজার অবৈধ ললিপণ্য মোরক সহ ললিপণ্য মোরক তৈরির মেশিন জব্দ করে মোবাইল কোর্ট। অবৈধ ললিপণ্য মোরক তৈরি সহ রাখার দায়ে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮এর অনুসারে মোবাইল কোর্টের নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানের মালিক মোঃ লিটন মিয়াকে ১০হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে অবৈধ ললিপণ্য ও তৈরির মেশিন তাৎক্ষণিক ধ্বংস করা সহ তাকে সতর্কও করে মোবাইল কোর্ট।
বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী (সংযুক্তি) বগুড়া এর কর্মকর্তা মোঃ শাহ আলম পলাশ খাঁন বলেন, ধারাবাহিক ভাবে জেলা সহ বিভিন্ন উপজেলায় ভেজাল খাদ্য সহ ওজন কম দেওয়াকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিক আজ শেরপুরে অভিযান চালানো হয়।