এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
খুলনার পাইকগাছার কপিলমুনি ইউপি সভাকক্ষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হেলভেটাস অর্থায়নে সুশীলন ও ডরপ কর্তৃক বাস্তবায়িত পানিই জীবন ফেইজ-০৩ প্রকল্পের আওতায় সরকারী ও বেসরকারী পর্যায়ে উন্নয়ন সহযোগীদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখানে উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য প্রতিনিধি রণধির সরকার, ইউপি সদস্য মোহাম্মদ ইউনুচ আলী, মোস্তাফিজুর রহমান মিন্টু, এলএসপি প্রীতীশ মন্ডল ও সুফিয়া খাতুন প্রমুখ।
কর্মশালায় ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে অভিজ্ঞ সেবাদানকারীদের সাথে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে এক মেলবন্ধনের সৃষ্টি হয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব আ. গণী গাজী, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, রবীন্দ্রনাথ অধিকারী, মো. আলাউদ্দীন গাজী, অজিয়ার রহমান, ছখিনা বেগম, কাকুলি বিশ্বাস, সুশীলন এর উপজেলা সমন্বয়কারী তাপস কুমার দাশ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুশীলন এর উপজেলা সমন্বয়কারী তাপস কুমার দাশ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. ইয়াকুব হোসেন।
বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন এর সাথে খাপ-খাইয়ে টিকে থাকতে হলে জলবায়ু সহনশীল কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এর সঠিক জাত নির্বাচন ও তার কার্যকারিতা সম্পর্কে স্থানীয় সেবাদানকারীদের প্রথমে সঠিক ধারনা থাকতে হবে। এবং তাদের যদি সঠিক ধারনা থাকে তবেই তারা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিবর্তন করতে সক্ষম হবে।
স্থানীয়ভাবে সরকারী পর্যায়ে যে সকল উন্নয়ন সহযোগী উপস্থিত ছিলেন তারা বলেন সরকারীভাবে দপ্তরভিত্তিক যেসব প্রশিক্ষন ও পরিসেবার সুযোগ আছে সে পরিসেবাগুলো তারা স্থানীয় সেবাদানকারীদের মাধ্যমে সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় দেওয়ার জন্য তাদের দরজা সার্বক্ষণিক খোলা থাকবে।