১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বিএনপি থেকে পদত্যাগ করে়ছেন আসলাম চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। মনোনয়ন না পাওয়া বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএকে ঘিরে সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঘটনার পর ঘটনার জন্ম দেয় সীতাকুণ্ডের রাজনীতি।

দলীয় প্রার্থী ঘোষণার পর হতাশ সমর্থকরা বিকেল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। এতে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে, প্রায় ৪০ কিঃমিঃ পর্যন্ত মহাসড়ক যানজটে স্থবির হয়ে পড়ে এবং জনগনের চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরে প্রশাসনের অনুরোধে রাত সাড়ে ১০টার দিকে আসলাম চৌধুরী নিজে নির্দেশ দিলে নেতাকর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

এদিকে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি ভাইরাল হয়, যাতে দেখা যায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর স্বাক্ষর করা প্যাডে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন এবং দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেন, “আমার নামে যে পদত্যাগপত্র ছড়ানো হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা। আমি বিএনপিতেই আছি এবং থাকব। দল থেকে পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।”

তিনি আরও বলেন, কিছু কুচক্রি মহল বিভ্রান্তি সৃষ্টি করে জনমনে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসলাম চৌধুরী মিডিয়া উইংসের কর্মকর্তা আবু তাহের বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে সীতাকুণ্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা আসলাম চৌধুরী এফসিএ দল থেকে পদত্যাগ করেছেন—এমন সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বিএনপির সাথেই আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। একটি কুচক্রি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, “এমন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সংগঠিত থাকতে হবে।”

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২২

চট্টগ্রামে বিএনপি থেকে পদত্যাগ করে়ছেন আসলাম চৌধুরী

আপডেট: ০৩:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। মনোনয়ন না পাওয়া বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএকে ঘিরে সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঘটনার পর ঘটনার জন্ম দেয় সীতাকুণ্ডের রাজনীতি।

দলীয় প্রার্থী ঘোষণার পর হতাশ সমর্থকরা বিকেল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। এতে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে, প্রায় ৪০ কিঃমিঃ পর্যন্ত মহাসড়ক যানজটে স্থবির হয়ে পড়ে এবং জনগনের চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরে প্রশাসনের অনুরোধে রাত সাড়ে ১০টার দিকে আসলাম চৌধুরী নিজে নির্দেশ দিলে নেতাকর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

এদিকে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি ভাইরাল হয়, যাতে দেখা যায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর স্বাক্ষর করা প্যাডে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন এবং দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেন, “আমার নামে যে পদত্যাগপত্র ছড়ানো হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা। আমি বিএনপিতেই আছি এবং থাকব। দল থেকে পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।”

তিনি আরও বলেন, কিছু কুচক্রি মহল বিভ্রান্তি সৃষ্টি করে জনমনে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসলাম চৌধুরী মিডিয়া উইংসের কর্মকর্তা আবু তাহের বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে সীতাকুণ্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা আসলাম চৌধুরী এফসিএ দল থেকে পদত্যাগ করেছেন—এমন সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বিএনপির সাথেই আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। একটি কুচক্রি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, “এমন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সংগঠিত থাকতে হবে।”