চট্টগ্রামে আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:
নিষেধাজ্ঞা অমান্য করায় চার জেলে আটক ও ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় চট্টগ্রাম নগরীর আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় চারটি ফিশিং বোট থেকে চারজন ব্যক্তিকে আটক করা হয় এবং মৎস্য সংরক্ষণ আইনে তাদের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১২ অক্টোবর) সকালে নৌ–পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
নগরীর সদরঘাট নৌ–থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালানো হয়। সাগর থেকে ফেরত আসা চারটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করায় চারজনকে মৎস্য সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও জানান, জব্দ করা ইলিশ সংরক্ষণের পরিবর্তে তাৎক্ষণিকভাবে মানবিক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, ‘জব্দ করা আড়াই হাজার কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও সমাজসেবামূলক সংগঠনের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও জানান, মা ইলিশের প্রজনন রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের ইলিশের প্রাচুর্য নিশ্চিত করতে সরকারের এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময় মাছ ধরার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর।
সরকারি নির্দেশনা অনুযায়ী, এই সময়ে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।




















