জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন
জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করা হয়েছে।
এ উপলক্ষে পৌর শহরের সুইচ গেইট থেকে শুরু হওয়া গনমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্ট এসে সমাবেশ রূপ নেয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে মিছিল পরবর্তি সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খান, বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, উপজেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার আবু তাইদ, ছাত্র শিবির সভাপতি আবু তাহের প্রমুখ।
এই সময় উপজেলা জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা দাঁড়িপাল্লা-দাঁড়িপাল্লা শ্লোগানে পৌর পুরো পৌর শহর মুখরিত করে তুলেন।




















