চাঁদাবাজ সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না ধামরাইয়ে সমাবেশে অ্যাড: রহুল কবির রিজভী
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার:
ধামরাই থানা বিএনপির সদস্য সংগ্রহ ও তারেক রহমান এর নামে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা মব কালচারের মধ্যে থাকে, ডাকাতি, চুরি ও চাঁদাবাজির সঙ্গে যাদের সম্পর্ক, তারা কেউ আমাদের দলের (বিএনপি) সদস্য হতে পারবে না। সমাজে যারা শান্তিপ্রিয়, ভদ্র ও সচ্ছল মানুষ তারাই হবে বিএনপির সদস্য।
তিনি আরও বলেন ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট কড়া নাড়ছে জনগণ তা মেনে নিবে না ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ,ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,ও ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক,মোঃ শামসুল ইসলাম।
ধামরাই থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি,রাকিবুর রহমান খান ফরহাদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।



















