০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

বেগমগঞ্জে কলেজছাত্রী লাঞ্ছিত: ৩০ ঘণ্টার অভিযানে দুই অভিযুক্ত গ্রেপ্তার

ডেস্ক নিউজ

এম জি বাবর: নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে এক কলেজছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে হেনস্তা ও শ্লীলতাহানির ঘটনায় অবশেষে ৩০ ঘণ্টার অভিযানে র‍্যাব-১১ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণ

বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ টেক্সটাইল কলেজের এক ছাত্রীকে ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী জোরপূর্বক সিএনজিতে তুলে রাসায়নিক পদার্থ প্রয়োগ করে হেনস্তা করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়।

ঘটনার পরপরই কলেজের শিক্ষার্থীরা চৌমুহনী-মাইজদী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। দ্রুত অভিযানে নামে বেগমগঞ্জ থানা পুলিশ ও র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা কারা?

অভিযানের ৩০ ঘণ্টার মাথায় র‍্যাব-১১ দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

১. রবিন (২০) – নাজিরপুর এলাকার রাজুর পুত্র
২. আরাফাত – আলাইয়ারপুর ইউনিয়নের শহিদুল ইসলামের পুত্র

তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে, যা ঘটনার সময় ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষার্থীদের প্রতিবাদ ও প্রশাসনের পদক্ষেপ

এই ঘটনায় বেগমগঞ্জ টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সাধারণ এলাকাবাসীও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার সুষ্ঠু বিচার হবে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:৫১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
২৬

বেগমগঞ্জে কলেজছাত্রী লাঞ্ছিত: ৩০ ঘণ্টার অভিযানে দুই অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট: ০১:৫১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

এম জি বাবর: নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে এক কলেজছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে হেনস্তা ও শ্লীলতাহানির ঘটনায় অবশেষে ৩০ ঘণ্টার অভিযানে র‍্যাব-১১ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণ

বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ টেক্সটাইল কলেজের এক ছাত্রীকে ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী জোরপূর্বক সিএনজিতে তুলে রাসায়নিক পদার্থ প্রয়োগ করে হেনস্তা করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়।

ঘটনার পরপরই কলেজের শিক্ষার্থীরা চৌমুহনী-মাইজদী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। দ্রুত অভিযানে নামে বেগমগঞ্জ থানা পুলিশ ও র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা কারা?

অভিযানের ৩০ ঘণ্টার মাথায় র‍্যাব-১১ দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

১. রবিন (২০) – নাজিরপুর এলাকার রাজুর পুত্র
২. আরাফাত – আলাইয়ারপুর ইউনিয়নের শহিদুল ইসলামের পুত্র

তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে, যা ঘটনার সময় ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষার্থীদের প্রতিবাদ ও প্রশাসনের পদক্ষেপ

এই ঘটনায় বেগমগঞ্জ টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সাধারণ এলাকাবাসীও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার সুষ্ঠু বিচার হবে কিনা, সেটিই এখন দেখার বিষয়।