এসএম স্বপন, জেলা প্রতিনিধি-(যশোর)
আমদানির অনুমতি প্রাপ্তির প্রথম দিনে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজবাহী ভারতীয় ৩টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
সোমবার (৫ জুন) সন্ধ্যায় ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা জানান, ৩টি ট্রাকে করে ৭৫ টন পেঁয়াজ সন্ধ্যায় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
কাস্টমস সুত্র জানায়, কয়েকজন ব্যবসায়ী আইপি (আমদানির অনুমতি পত্র) পেয়েছেন। সন্ধ্যায় ট্রাকগুলো পেঁয়াজ নিয়ে বন্দরে প্রবেশ করেছে।