রিয়াজ রহমান, সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চন্দন মিয়া সৈয়দুন নেছা কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিয়া আব্দুল বারী ও মোহাম্মদ মিয়া সামছুল ইসলাম এর মাতা মরহুমা সৈয়দুন নেছার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩জানুয়ারী) চন্দন মিয়া সৈয়দুন নেছা কলেজে মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ শফিকুল আলম এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ শামসুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মনু মোহাম্মদ মতছির আলী, মোঃ কয়ছর মিয়া, ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী এখলাছুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোওয়াত করেন রসুলগঞ্জ জামেয়া ক্বোরআনিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা এনাম উদ্দিন আহমদ।আলোচনা সভা শেষে লোহারগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন এর মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় সমাজ সেবক আব্দুল তাহিদ, বাবুল মিয়া, ফারুক মিয়া, শিক্ষানুরাগী মোঃ ছানাউর রহমান বাছিত, মোঃ রিপন মিয়া, প্রভাষক মোঃ বাদশা মিয়া,প্রভাষক মোঃ মেহেদী হাসান, প্রভাষক মোঃ বাবুল আক্তার, প্রভাষক মোঃ মিজানুর রহমান, প্রভাষক মোঃ শরিফুল ইসলাম, সাহাব উদ্দিন, মো. রুকন উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি, শিক্ষার্থীদের অভিভাবক,কলেজের কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অত্র এলাকার শিক্ষা বিস্তারে পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মোহাম্মদ মিয়া আব্দুল বারী ও মোহাম্মদ মিয়া সামছুল ইসলাম ২০১৫ সালে তাঁদের মাতা-পিতার নামে চন্দন মিয়া সৈয়দুন নেছা কলেজ প্রতিষ্ঠা করেন।