সেনবাগে তারুণ্যের উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যয় নোয়াখালীর সেনবাগেও উপজেলা প্রশাসন ও ক্রিড়া সংস্থার নানান আয়োজনে পালিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। এরই ধারাবাহিকতায় আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নূর হোসাইন সুমনের সঞ্চালনায় উক্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিড়া সংস্থার আহবায়ক মো:মহি উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো: জাহিদুল ইসলাম,সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান,উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহমেদ বাবুল,উপজেলা বিএনপির আহবায়ক ওবায়দুল হক,পৌর বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল,বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আলী বাবর,উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য আলা উদ্দিন আলো,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও ক্রিড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন মিয়াজি।
এ সময় প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলায় সেনবাগ পৌরসভা দল নবীপুর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।