জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি, সভাপতি নুরুল হুদা-সম্পাদক হাবীব মাষ্টার
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজি: নং-বি-২১৪৩-এর ৩৫ সদস্য বিশিষ্ঠ চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রিয় কমিটি।
১৭’অক্টোবর ২০২৪ইং সংগঠনের প্রধান কার্যালয়ে বরফকল ঘাট, খানপুর, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সাধারণ সভায় দুই-তৃতীয়াংশ এবং বিভিন্ন বেসিক ইউনিয়নের সভাপতি/ সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে অর্থাৎ নৌ-যান সেক্টরে জাহাজ মালিক, শ্রমিক ও নৌ প্রশাসনের এবং ফেডারেশনের অন্তর্ভুক্ত সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দের সহিত সু-সম্পর্ক বজায় রেখে সৌহার্দ্যপুর্ণ পরিবেশে দ্বি- পাক্ষিক আলোচনার মাধ্যমে শ্রম বিরোধ নিরসন/ সমাধানসহ বর্তমান শ্রম বান্ধব সরকারের জাহাজী শ্রমিক বান্ধব কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় এ কমিটি অনুমোদন প্রদান করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রিয় কমিটি।
৩৫ সদস্য বিশিষ্ঠ কমিটিতে সভাপতি করা হয়েছে বিশিষ্ঠ শ্রমিক নেতা আলহাজ্ব মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো. হাবিবুর রহমান মাস্টারকে। ২ নভেম্বর’২৪ ইং সংগঠনের ৩৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় কার্যকরি কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মো: সবুজ শিকদার(মাষ্টার)।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন যথাক্রমে-আবু তাহের মাস্টার- কার্যকরী সভাপতি, মোঃ আজগর হোসেন তালুকদার- সহ-সভাপতি, মোঃ নজরুল ইসলাম মাস্টার- সহ-সভাপতি, মোঃ আব্দুল কাদের মাস্টার-সহ-সভাপতি, আনোয়ার হোসেন ড্রাইভার- সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন- যুগ্ম সাধারণ সম্পাদক, সোহেবুর রহমান খালেক ড্রাইভার- যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ হাসান বাদশা- যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন মাস্টার- যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ফারুক হোসেন বাশার ড্রাইভার- যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মোরশেদ- যুগ্ম সাধারণ সম্পাদক, নূরুন নবী মাস্টার (৩য় শ্রেনী)- সহ সম্পাদক, মোঃ জনি সুকানী- সহ সম্পাদক, আইনুল করিম দুলাল মাস্টার- সহ সম্পাদক, মোঃ ইয়াছিন (মাস্টার ২য় শ্রেণী)- সহ সম্পাদক, ফারুকুল ইসলাম মাস্টার- সহ সম্পাদক, মোঃ সবুজ রাজ ড্রাইভার- সাংগঠনিক সম্পাদক, মোঃ আলতাফ হোসেন ড্রাইভার- সাংগঠনিক সম্পাদক, মো.মাসুক উদ্দিন মাস্টার- কোষাধ্যক্ষ, মোঃ খলিল সিকদার- দপ্তর সম্পাদক, মোঃ জোবায়ের হোসেন ড্রাইভার-সহ দপ্তরসম্পাদক, মোঃ লিটন মাস্টার- প্রচার সম্পাদক, কাজী আসাদুজ্জামান বাবুল ড্রাইভার- সহ প্রচার সম্পাদক, হাফেজ শাহাদাত হোসেন- শ্রম আইন বিষয়ক সম্পাদক, মো.হেলাল মৃধা-সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, কার্যকরী সদস্যবৃন্দ যথাক্রমে- মোঃ শাহাবুদ্দীন মাস্টার, মোঃ নাজিম গীজার, মোঃ আরমান সুকানী, মোঃ আব্দুর রাজ্জাক রাজু সুকানী, মোঃ রাকিব সুকানী, মোঃ আবুল কাশেম, মোঃ নুর ইসলাম বাবুর্চী, মোঃ হানিফ সুকানী।
নবঘোষিত এ কমিটি চট্টগ্রাম বিভাগে নৌ-সেক্টরে শ্রম অসন্তোষ, বিরোধ, নৌ-যান মালিক ও নৌ-প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দ্বি-পাক্ষিক সমাধান ও শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখা ও সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত বিষয়ে শ্রম আইন অনুযায়ী সার্বিক আইনগত সহযোগিতা করার জন্য অনুরোধ জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক।