বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়কে কেন্দ্র করে মারধরের শিকার হন একজন বিদুৎ শ্রমিক। তিনি হলেন সোনাতলা জোনাল অফিসে লাইনম্যান মো. জাকির হোসেন।
এ ঘটনায় ওই গ্রাহককে গ্রেফতারের দাবিতে কর্মবিরতি সহ বিদ্যুৎ বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার, উপজেলা নির্বাহী অফিসার, ডেপুটি জেনারেল ম্যানেজার ও সহকারী জেনারেল ম্যানেজার (প্রসাশন) বরাবর স্মারকলিপি প্রদান করেন বিদ্যুৎ বিভাগের ওএন্ডএম বিভাগের কর্মচারীরা।
স্মারক লিপি সুত্রে জানা গেছে, গত ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে লাইন শ্রমিক মো. জাকির হোসেন গড়ফতেপুরের গ্রাহক সালেক উদ্দিনের বাসায় বকেয়া বিল আদায়ে যান। সেসময় বিদ্যুৎ বিল পরিশোধ না করায় তার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্নকে কেন্দ্র করে সালেক উদ্দিনের লোকজন দ্বারা মারধরের শিকার হন লাইন শ্রমিক জাকির।
এ বিষয়ে ওই অফিসের ডিজিএম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগও করেন। তবে বিদ্যুৎ শ্রমিকরা জানান ৫দিন অতিবাহিত হলেও গ্রাহক সালেককে আইনের আওতায় আনা হয়নি। তারা সহকর্মীর মারধরের বিচার ও তার গ্রেফতারের দাবিতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি সহ কর্মবিরতির ডাক দেন।
এবিষয়ে সোনাতলা পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের সিনিয়র লাইনম্যান নায়েব আলী জানান, আমাদের সহকর্মী সরকারী দ্বায়িত্ব পালনে বিল আদায়ে গেলে মারধরের স্বীকার হন এবং গ্রাহক সালেক উদ্দিন সহ তার ভাই তাহেরকে আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। এদিকে ১লা জুলাই সোমবার সালেক উদ্দিনকে গ্রেফতারের দাবি সম্বলিত প্লেকাড হাতে নিয়ে অফিসের সামনে কর্মবিরতি কর্মসুচি পালন করে বিদ্যুৎ অফিসের শ্রমিকরা।
এসময় বক্তব্য রাখেন লাইনম্যান ফরহাদ হোসেন, নায়েব আলী, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন প্রমুখ। তাদের সকলের দাবি মারধর কারী গ্রাহক সালেক উদ্দিন ও তার ভাইকে আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মসুচি চলমান থাকবে। এতে বিদ্যুৎ অফিসের সকল লাইন শ্রমিকরা অংশগ্রহণ করেন।