রনজিত কুমার পাল বাবু, স্টাফ রিপোর্টার:
ধামরাই বাজারে নতুন একটি আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।
শুক্রবার (৩১ মে) বিকেল ৫টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য শফিক আনোয়ার গুলশান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাইমুর রহমান ফার্দুন, স্বপ্ন সুপার শপের জোনাল হেড ইকবাল মাহবুব, এরিয়া সেলস ম্যানেজার হাসান আহাম্মদ, সিনিয়র এক্সিকিউটিভ মো. মনিরুজ্জামান প্রমূখ।
স্বপ্ন-এর কর্মকর্তারা জানান, গ্রাহকদের সুবিধার্থে স্বপ্ন এখন প্রায় দেশজুড়ে। ঢাকার ধামরাই এলাকায় অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।
ধামরাই বাজার আউটলেটটি পরিচালনা করবেন দেওয়ান আমির উদ্দিন ও রাজিব।
ধামরাই বাজার আউটলেটে ম্যানেজার হিসেবে রয়েছেন মো. ইমরান হোসাইন। যেকোনো প্রয়োজনে এবং অনলাইনে অর্ডার করতে এই 01958163670 নাম্বারে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।