এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ রেজিঃ নং বি-১২০৯ সিবিএ চট্টগ্রাম মহানগরীর সাধারন সম্পাদক জনপ্রিয় শ্রমিক নেতা হাজী আব্দুল মামুন জামশেদ ১৪ রমজানে পবিত্র ওমরাহ হজ্ব পালনে স্বপরিবারে সৌদি আরব গেছেন।
২৫ মার্চ’২৪ ইং সোমবার রাত ৮ টায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যোগে হাজী আব্দুল মামুন জামশেদ স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের সহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। আগের দিন বিকাল ৫ টায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরন শাখা আগ্রাবাদ অফিসে তাঁকে নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে বিদায় জানান এবং দোয়ার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ চ,পা,ক,শাখার সভাপতি মাহবুব ইসলাম, বেলাল উদ্দিন চৌধুরী, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর এর সভাপতি সাখের উল্লাহ, বিক্রয় ও বিতরন বিভাগ আগ্রাবাদ এর সহকারী প্রকৌশলী রিয়াল আহমেদ নয়ন, উপ সহকারী প্রকৌশলী সালিম মাহমুদ, উপসহকারী প্রকৌশলী বিপু কৃষ্ণ দাশ, উপসহকারী প্রকৌশলী বিলাশ কান্তি নাথ, উপসহকারী প্রকৌশলী সাফিউল কাদের, উপসহকারী প্রকৌশলী মোঃ দেলোয়ার আরো উপস্তিত ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর এর উপদেষ্টা হারাদান চন্দ্র ঘোষ, চট্টগ্রাম মহানগর বিদুৎ শ্রমিক লীগ এর প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ আলমগীর, জাতীয় শ্রমিকলীগ ডবল মুড়িং থানা শাখার সাধারন সম্পাদক আমির হোসেন বাচ্চু, যুগ্ন সম্পাদক আলী আক্কাস জুয়েল, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা ইমরান, এরশাদ, ডবল মুরিং থানা ছাত্রলীগ নেতা শামসুল ইসলাম আবিদ, নাসিম সিকদার সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
হাজী আব্দুল মামুন জামশেদ চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ঢেবার দক্ষিন পাড়স্থ রশীদ বিল্ডিং ২য় গলির মরহুম আবু জাফরের সন্তান। তিনি সৌদি যাত্রার প্রাক্কালে আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাংখী, রাজনৈতিক নেতা-কর্মি সকলের কাঁছে দোয়া কামনা করেছেন। মাহে রমজান মাসে পবিত্র ওমরাহ পালন শেষে তিনি ১০ এপ্রিল’২৪ ইং দেশে প্রত্যাবর্তন করবেন বলে জানিয়েছেন।