• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা তালতলীতে মাদক বিক্রেতার গুলিতে আহত-১, পিস্তলসহ আটক বাঁশখালী সাজা প্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার আমতলীতে বিনামূল্যে সার ও বীজ পেল ৭ হাজার কৃষক রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর-অগ্নিসংযোগ আমতলীতে জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে নগদ টাকা ও হুইল চেয়ার বিতরন জগন্নাথপুরে আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ রাজশাহীতে হত্যা মামলায় ১নং আসামি সেতাবুর গ্রেফতার কবি ও গবেষক প্রফেসর ড.মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুকের ৫০তম জন্মবার্ষিকী পালন বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের নেতৃত্বে বাস কাউন্টারে হামলা-লুটপাট, আহত ১০, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

পাইকগাছায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় চেয়ারম্যান শফিকুল ইসলামের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে সাংবাদিক ও সুধী সমাজের মানুষের সাথে মতবিনিময় করেছেন কয়রা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।

শনিবার সকাল ১১ টায় শত শত মানুষের বহর নিয়ে তিনি পাইকগাছায় প্রবেশ করেন। এরআগে পাইকগাছা আইনজীবী ভবন সুসজ্জিত রাখা হয়। তার আগমনে ওই সময় কোট চত্ত্বরে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত জনসাধারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বারবার জনপ্রিয় নেতা আলহাজ্ব এস এম শফিকুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়নের দাবি জানান।

এরপর পরই পাইকগাছা আইনজীবী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হন। পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাবেক সভাপতি এড. শেখ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে মতবিনিময় ও নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। তিনি পাইকগাছা কয়রার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাইকগাছা- কয়রার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, শিক্ষা ও সুস্থ সমাজ গড়তে আমি নৌকার মাঝি হতে চায়। এ সময় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ও কয়রা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি একেএম ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার পাড়, গাজী আজিজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা গাজী আব্দুর সাত্তার, আব্দুল গনি সরদার, আছাদুজ্জামান বুলবুল, মৃণাল কান্তি ঘোষ, যুবলীগ নেতা গাজী মোস্তাফিজুর রহমান, আক্তারুজ্জামান খোকন, বিশ্বজিৎ সিনহা। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে বিশাল বহর নিয়ে উপজেলার কপিলমুনি, কাশিমনগর, আগরঘাটা, গদাইপুরসহ বিভিন্ন এলাকায় দিন ভোর গনসংযোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ