মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে এক তরুণীর অনশনের ঘটনা ঘটেছে। ৩১জুলাই রোজ সোমবার সকাল ৯টা থেকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রেমিক মো. আকাশের (২২) বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা।
তরুণী বলেন,‘৭ মাস আগে তাদের সঙ্গে প্রথমে মুঠোফোনে যোগাযোগ হয়। এক পর্যায়ে তা প্রেমে রূপ নেয়। গতকাল আকাশ আমাকে বিয়ে করবে বলে বের হতে বলে। তার ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেছি আমি। বাড়ি থেকে বের হবার পর থেকে আকাশের ফোন বন্ধ। উপায় না পেয়ে আজ সকালে তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছি।’
এদিকে, প্রেমিকা আসার খবর পেয়ে আকাশ বাড়ি থেকে পালিয়ে যান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম শিপন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটি বিয়ের দাবিতে আকাশের বাড়িতে অবস্থান করছেন। অপরদিকে ছেলেকে পাওয়া যাচ্ছে না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।