বিশেষ প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের ডলারের ব্যাপক দরপতন ঘটেছে। গত ২ মাসের মধ্যে যা সর্বনিম্ন। এতে অন্যান্য মুদ্রা চাঙা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বুধবার (১২ জুলাই) কার্যদিবসের শেষ ভাগে মূল্যস্ফীতির উপাত্ত প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, গত জুনে বার্ষিক ভিত্তিতে ভোক্তা মূল্য ৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
এ পরিসংখ্যান মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পদক্ষেপ সম্পর্কে ব্যবসায়ীদের স্পষ্ট ধারণা দেবে। ফলে আপাতত নিরাপদ আশ্রয়ে বিনিয়োগ কমিয়েছেন তারা। এতে ডলারের মান ব্যাপক কমেছে।
এ প্রেক্ষাপটে ইউরোর দর বেড়েছে শূন্য দশমিক ০৭ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রাটির মূল্য নিষ্পত্তি হয়েছে ১ ডলার ১০১৮ সেন্টে। বিগত ২ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
পাউন্ডের দাম আকাশ ছুঁয়েছে। ব্রিটিশ মুদ্রাটির দর স্থির হয়েছে ১ ডলার ২৯৪০ সেন্টে। গত ১৫ মাসের মধ্যে তা সবচেয়ে বেশি। জাপানি মুদ্রা ব্যাপক শক্তিশালী হয়েছে। প্রতি গ্রিনব্যাকের মূল্যমান দাঁড়িয়েছে ১৪০ ইয়েনে। গত ১ মাসের মধ্যে যা সর্বাধিক।
নিউজিল্যান্ডের মুদ্রার দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশ। ১ কিউই কারেন্সির দর হয়েছে শূন্য দশমিক ৬২১৯ ডলার। অস্ট্রেলিয়ার মুদ্রা ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৩৯ শতাংশ। প্রতি অসি কারেন্সির দাম দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭১৩ ডলারে।