• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১ নৌযানে আগুন নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের ও আ.লীগ নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা-অগ্নিসংযোগ সেনবাগে অবৈধ ৪ ইটভাটার আড়াই লাখ টাকা জরিমানা ডুমুরিয়ায় ইট‌ভাটা মালিক সমিতির সভাপতি শাহাজাহান জমাদার ও সাধারণ সম্পাদক রঞ্জন সরদার ফের ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুর লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা-গুলির প্রতিবাদে মানববন্ধন দেশের শিল্প বিকাশের গর্বিত অংশীদার ইউনিভার্সাল ট্রেড সেন্টার সেনবাগ থানার গোলঘরে মারামারি,আটক ৬ ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় ২টি ইটভাটায় ২২ লাখ টাকা জড়িমানা সেনবাগে বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু

ডলারের ব্যাপক পতন, ইউরো-পাউন্ড-ইয়েনের বড় উত্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের ডলারের ব্যাপক দরপতন ঘটেছে। গত ২ মাসের মধ্যে যা সর্বনিম্ন। এতে অন্যান্য মুদ্রা চাঙা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

বুধবার (১২ জুলাই) কার্যদিবসের শেষ ভাগে মূল্যস্ফীতির উপাত্ত প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, গত জুনে বার্ষিক ভিত্তিতে ভোক্তা মূল্য ৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

এ পরিসংখ্যান মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পদক্ষেপ সম্পর্কে ব্যবসায়ীদের স্পষ্ট ধারণা দেবে। ফলে আপাতত নিরাপদ আশ্রয়ে বিনিয়োগ কমিয়েছেন তারা। এতে ডলারের মান ব্যাপক কমেছে।

এ প্রেক্ষাপটে ইউরোর দর বেড়েছে শূন্য দশমিক ০৭ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রাটির মূল্য নিষ্পত্তি হয়েছে ১ ডলার ১০১৮ সেন্টে। বিগত ২ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

পাউন্ডের দাম আকাশ ছুঁয়েছে। ব্রিটিশ মুদ্রাটির দর স্থির হয়েছে ১ ডলার ২৯৪০ সেন্টে। গত ১৫ মাসের মধ্যে তা সবচেয়ে বেশি। জাপানি মুদ্রা ব্যাপক শক্তিশালী হয়েছে। প্রতি গ্রিনব্যাকের মূল্যমান দাঁড়িয়েছে ১৪০ ইয়েনে। গত ১ মাসের মধ্যে যা সর্বাধিক।

নিউজিল্যান্ডের মুদ্রার দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশ। ১ কিউই কারেন্সির দর হয়েছে শূন্য দশমিক ৬২১৯ ডলার। অস্ট্রেলিয়ার মুদ্রা ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৩৯ শতাংশ। প্রতি অসি কারেন্সির দাম দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭১৩ ডলারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ