মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ
নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় সোনাপুর-মাইজদী প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।
বুধবার (১৪ জুলাই) বিকেল ৪টা থেকে এ বিক্ষোভ শুরু হয়েছে। বিকেল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। বিক্ষোভে প্রায় ১ হাজার স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয়রা নূর নাহার বেগম ও তার এসএসসি ফল প্রার্থী মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বুধবার (১৪ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর গুপ্তাংক বারলিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আলতাফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে এই হত্যাকাণ্ডের কোনো কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ জানান, আটক আলতাফ হোসেনকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তিনি খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।