সোনাতলায় চাচার হাসুয়ার আঘাতে ভাতিজা খুনের ঘটনায় গ্ৰেফতার ৪জন
বগুড়ার সোনাতলা উপজেলার লোহাগাড়া গ্রামে চাচার হাসুয়ার আঘাতে ভাতিজা সহিদ মিশা (১৬)কে খুনের মামলার অন্যতম ৪ আসামীকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক খোরশেদ আলম জানান,৭ই নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার পর ঢাকা ও নারায়নগঞ্জের এলাকার বিভিন্ন জায়গা থেকে র্যাবের সহযোগিতা নিয়ে তাদেরকে গ্রেফতার করে শুক্রবার রাতে থানায় নিয়ে আসা হয়।
পরেরদিন ৯ই নভেম্বর শনিবার আসামিদের পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করা হয়।আটককৃতরা হলেন,মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে নিহতের চাচা শহিদুল ইসলাম (৪৫), শরিফুল ইসলাম (২৮), নুরারপটল গ্রামের আতোয়ারের ছেলে আল-আমিন (৩৫), গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের মৃত হানিফ শাহ এর ছেলে নুরনবী শাহ চেংটু (৩৫)।
জানা যায়, উপজেলার লোহাগাড়া গ্রামের দক্ষিণ পাড়ার
মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম(৪৫)ও ছোট ভাই মোঃ শহিদুল ইসলাম (৪০) র সাথে দীর্ঘদিন ধরে জমিজমা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
৬ আগষ্ট সকাল ৭টার সময় নিজ বাড়ির সীমানা নিয়ে নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে চাচা মোঃ শহিদুল ইসলাম এর হাসুয়ার আঘাতে ভাতিজা স্কুল ছাত্র সহিদ মিশা(১৬)গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় ১২ আগষ্ট সকালে সহিদ মৃত্যুবরন করে।এ ঘটনায় নিহতের মা সাহিদা বেগম বাদী হয়ে ১৩ই আগষ্ট-২৪ সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোনাতলা থানার মামলা নং-৩।
নিহতের বাবা সাইফুল ইসলাম বলেন,যারা আমার ছেলেকে নিশংস ভাবে হত্য করেছে আমি আদালতের মাধ্যমে তাদের ফাঁসি দাবি করছি