এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছার গড়ইখালী ইউপি’র দক্ষিন কুমখালী থেকে জুয়া খেলার সারঞ্জামসহ ৪ জুয়াড়িকে আটক করেছে বানবাড়িয়া ক্যাম্প পুলিশ। সোমবার ১৩ জুন রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ কুমখালীর তুহিন কান্তি বৈদ্যর ঘেরের বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল দক্ষিণ কুমখালীর তুহিন কান্তি বৈদ্য (২৮), জয় মন্ডল (২৫), সৈকত সরদার (২৪) ও পুর্ব খড়িয়ার রাহুল হালদার( ৩০)। এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, জুয়া খেলার সারঞ্জাম ২০ জোড়া তাস উদ্ধার করে পুলিশ। ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আহাদ আহম্মেদ জানান, ১৩ জুন রাতে দক্ষিণ কুমখালীর তুহিন কান্তি বৈদ্যর ঘেরের বাসায় ধৃত যুবকরা জুয়া খেলা করছিল এমন তথ্যের ভিত্তিতে এএস আই সাইফুল ও সবুজ হোসেন সেকানে অভিযান পরিচালনা করেন। এ সময় বাসা থেকে ২০ জোড়া তাস, নগদ ৯৬০ টাকাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন।
এ ঘটনায় এসআই আহাদ আহম্মেদ বাদী হয়ে ধৃত যুবকদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন যার নং- ১৭। থানা ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, এ মামলার আসামীদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।