এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
এবার ৯০ কেজি ওজনের একটি ডলফিন উদ্ধার করেছে এলাকাবাসী। যদিও স্থানীয়দের কেউ কেউ সেটিকে শুশুক বলে দাবি করছেন। আবার কেউ কেউ ডলফিন বলেও দাবি করছেন।
সোমবার সকাল ৬টার দিকে খুলনার পাইকগাছায় শিবসা নদীর তীর থেকে পৌর সদরের শিববাটি ব্রিজ সংলগ্ন জনৈক ভবেন্দ্র নাথ সানার বাড়ির সামনে নদীর চরে আটকা পড়ে ডলফিনটি। পরে স্থানীরা উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, রাতের কোন এক সময় সমুদ্র থেকে জোয়ারে ডলফিনটি খাবার সংগ্রহে বেরিয়ে ওই স্থানে এসে আটকা পড়ে থাকতে পারে। ভোরবেলা বিশাল আকৃতির ডলফিনটি নদীর তীরে পড়ে থাকতে দেখে উৎসুক এলাকাবাসী সেটিকে উদ্ধার করে নদীতে অবমুক্ত করতে গেলে যে কোন কােরণে সেটির মৃত্যু হয়।
এ ব্যাপারে স্থানীয় ভবেন্দ্র নাথ সানা নামের এক ব্যক্তি জানান, আজ সকালে উঠে দেখতে পান নদীর চরে একটি বিশাল আকারের মাছ বেঁধে আছে। পরে কাছে গিয়ে সেটিকে ডলফিন বলে মনে হলে স্থানীয় উৎসুক মানুষ সেটিকে উদ্ধার করে ফের নদীতে অবমুক্ত করতে গিয়ে দেখেন যে কোন কারণে সেটির মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত ডলফিনটি এক নজর দেখতে স্থানীয় উৎসুক শত শত মানুষ শিবসা নদীর তীরে ভিড় জমাচ্ছিল বলেও জানান তিনি।