যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শার বেলতলা আম বাজারে চাঁদাবাজির অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ মনিরুল ইসলাম ওরফে (কালো মনির) সহ ৫ জন চাঁদাবাজের নামে চাঁদাবাজির মামলা করেছে পুলিশ।
গত, ২ জুন শার্শা থানায় তাদের নামে মামলাটি রুজু করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, নাইম হোসেন (২৩), পিতা- মোঃ সাইফুল ইসলাম, গ্রাম-গোয়াল চত্তর (উত্তরপাড়া), থানা-কলারোয়া, সাতক্ষীরা, মনিরুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আজিবর রহমান, গ্রাম-কিসমত ইলিশপুর, থানা-কলারোয়া, সাতক্ষীরা, রাসেল (২৮), পিতা-মোঃ শফিউল্লাহ, গ্রাম-কিসমত ইলিশপুর, থানা-কলারোয়া, সাতক্ষীরা, মনি ভিলেন মনি (৪৫), পিতা-মৃত হযরত গাজী, গ্রাম-বাগুড়ী, থানা- শার্শা, রফিকুল ইসলাম (২৭), পিতা-মোঃ সিদ্দিক গাজী, স্থায়ী: গ্রাম রাড়ীপুকুর, থানা-শার্শা, যশোর, এছাড়াও অজ্ঞাতনামা ৪/৫ জন।
মামলা সূত্রে জানা গেছে, বাগআঁচড়া মটর শ্রমিক ইউনিয়নের নামে আম পরিবহন ট্রাক থেকে ভয় ভীতি ও জোর পূর্বক ভাবে দীর্ঘ ৩ বছর যাবত চাঁদাবাজি করে আসছিল তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ জুন) রাতে নাঈম হোসেন নামে এক চাঁদাবাজকে চাঁদা আদায় করার সময় হাতেনাতে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ ও চাঁদার আদায়কৃত নগদ ৭,২০০ টাকা জব্দ করা হয়।
এদিকে, এলাকাবাসী জানায়, মনিরুল ওরফে (কালো মনির) এর নামে মাদকের মামলা, পরে জামিনে মুক্তি, মাদক সেবন, একাধিক নারী কেলেঙ্কারি ও ট্রাকে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে তার নামে। তার চাঁদাবাজির কারণে বেলতলা বাজারে স্থানীয় আম ব্যবসায়ী ও বেপারীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। আইনের মাধ্যমে তার শাস্তি দাবি করেন এলাকাবাসী।