• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন বগুড়ায় ১৮দিনেও সন্ধান মিলেনি পলি রানীর থানায় জিডি মধুপুরে জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ মধুপুরবাসী বাড়ছে নানা রোগ সোনাতলায় প্রাণিসম্পদ কর্তৃক এতিম শিক্ষার্থীদের ডিম,দুধ খাওয়ানো হয় নোয়াখালীতে বিয়ের গেইটে সাজসজ্জায় চেয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টাঙ্গাইলের মধুপুরে টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত ৫০০ বস্তা চিনিসহ চট্টগ্রামে ১ অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব চট্টগ্রামে র‌্যাবের অভিযানে গ্রেফতার হল ৪ চাঁদাবাজ হাতিয়াতে ২টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক

ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ৫০ জন শিশুসহ বাংলাদেশি নারী-পুরুষ

News Desk
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

এসএম স্বপন, জেলা প্রতিনিধি-(যশোর)

ভারতে দুই বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছে শিশুসহ ৫০জন বাংলাদেশী নারী-পুরুষ। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফেরত আসারা হলেন, রাবিয়া খাতুন, শাকিল উদ্দিন, মরিয়ম খাতুন, সাথী রানী জেসমিন আক্তার, জোনায়েদ ইসলাম, আঁখি রানী দাস সরকার, জুহি রানী দাস, হিবা শেখ, সামিয়া খাতুন, সজিব মিয়া, মাসুদ রানা, তাজিবা ইসলাম তানহা, মঙ্গোল দীপ মণ্ডল, রুহুল আমিন হিরো, রহুল ইসলাম আলী, মাফুজ মোল্লা, রুমা খাতুন, করিমা আক্তার, নয়ন বালা রফিকুল ইসলাম সাকিব, সবুজ, বিউটি আক্তার, মীম মন্ডল তানহা, আকলিমা খাতুন জমিলা, আবু কাউসার সাহেদ, আমিনুর ইসলাম, মাহমুদা আক্তার, স্বর্থ বসু, সেতু রানী, প্রিয়শী রানী দাস, শ্যামলী, মুন্নি আক্তার, লিজা আক্তার, অনিক কুমার মন্ডল, চিরঞ্জীত তরফদার, রিয়াজ, প্রদীপ কুমার দাস, সহন সরদার, রাজকুমার পাল, সুমন মোড়ল, ফয়সাল হোসেন, মাহিন ফকির মহিম, জোবায়ের আহমেদ, তিশা রানী, রুমা খাতুন, হাসি খাতুন, রাবেয়া খাতুন,পারভীন আক্তার, শাহ কামাল ও রাজিব উদ্দিন।

ফেরত আসাদের বাড়ী দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, অবৈধপথে ভারতে পাড়ি জমিয়ে তারা ভারতের মুম্বাই ও কলকাতার বিভিন্ন শহরে গিয়ে নানা ধরনের পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে তাদের ২ বছর কারাদন্ড দেয়া হয়। সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও সংস্থা নিজেদের শেল্টার হোমে রাখে।

পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন ওসি আহসান হাবীব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ