ধামরাইয়ে অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে গ্রেফতার -৭ জন
ঢাকার ধামরাইয়ে অপারেশন ডেভিল হান্ট এর যৌথ বাহিনীর
অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে যৌথ বাহিনীর অভিযানে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম।
আটককৃতরা হলেন-ধামরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী’লীগের সভাপতি মোঃ আবু সবুর,ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল করিম,সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: আব্দুল বারেক চৌধুরী, বাইশাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম ইকবাল, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, ধামরাই উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনির হোসেন,আমতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য-গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় গাজীপুর ছাত্র -জনতার ওপর সন্ত্রাসী আক্রমনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলোর সমন্বয়ে এক সভায় এই বিশেষ অভিযান পরিচালনার ঘোষনা দেন।তারই ধারাবাহিকতায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
এ’বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন-ধামরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতে যৌথ বাহিনীর অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।