• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি করায় আওয়ামী রোষানলে একটি পরিবার নিঃস্ব হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড অপারেশন ডেভিল হান্ট কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার আমতলীতে বর্জ্যের বিষে পায়রার পানি দূষিত জনস্বাস্থ্য হুমকির মুখে গোপনীতার মধ্যও ফাঁস হলো মেহজাবীনের যে ছবি আদমদীঘিতে ট্রাক্টরের মাটিতে সড়কে কাদা- ঝুঁকি নিয়ে যান চলাচল আদমদীঘিতে ট্রাক্টরের মাটিতে সড়কে কাদা- ঝুঁকি নিয়ে যান চলাচল দিনে, রাতে বেড়েছে ছিনতাই, ব্যবস্থা নিতে মাঠে নামবে বিশেষায়িত ইউনিট : আইজিপি ইসরাইল থেকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত সিদ্ধান্তে মার্কিন সমর্থন তিনটি গুলি করে ‘২০০ ভরি ‌স্বর্ণ’ লুট,আহত ব্যবসায়ী হাসপাতালে  ‘এই সপ্তাহে’ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে শেষ হতে পারে

নোয়াখালীতে ট্রাক চাপায় ভাই-বোনের মৃত্যু

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি
আপডেটঃ : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নোয়াখালীতে ট্রাক চাপায় ভাই-বোনের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় ট্রাক চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই-বোন। এ ঘটনায় নিহত শিশু আরাফাতের বাবা আবুল কালামকে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই ইউনিয়নের ন্যার্যার ভাঙতি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম (৬) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে মো.আরাফাত (৫)। তারা স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে আবুল কালাম শ্বশুর বাড়িতে যায়। সেখান থেকে সাইকেল যোগে তার ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সাইকেলটি উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির দরজায় পৌঁছালে স্থানীয় নতুনহাট বাজার গ্রামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জানতে চাইলে সুধারম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ