• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সেনবাগে মেধা বৃত্তি পরীক্ষা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ধামরাইয়ে অবৈধ ভবন গুড়িয়ে দিয়ে কলেজের দুই কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করলো উপজেলা প্রশাসন সেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু চট্টগ্রামে “সাপ্তাহিক পূর্বধারা” পত্রিকার প্রকাশ উপলক্ষে পরামর্শ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত সোনাতলায় বসত বাড়িতে আগ্নীকান্ডে চার লাখ টাকার মালামাল ভস্মীভূত নোয়াখালীতে চারলক্ষ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার ছাত্রী অপহরনকারী কসবা’র স্কুল শিক্ষক ইকবাল ভিকটিম ছাত্রীসহ চট্টগ্রামে র‌্যাবের হাতে আটক সোনাতলায় ৪৮ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সেনবাগে ছাত্রদল সেক্রেটারী আহমেদ বাবু গ্রেফতার বগুড়া সোনাতলায় বিভিন্ন মামলায় ৫জনকে গ্ৰেফতার করেছে পুলিশ

গোল্ডেন বুট জয় আর্লিং হলান্ডের

News Desk
আপডেটঃ : সোমবার, ২৯ মে, ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এ মৌসুমে চলছে ম্যানচেস্টার সিটির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পাশাপাশি আছে চ্যাময়িওন্স লিগ জয়ের প্রবল সম্ভাবনা। আর ৩ জুন ম্যানচেস্টার ইউনাইটেড বাঁধা টপকাতে পারলে এফ এ কাপও ওঠবে সিটিজেনদের হাতে। সব মিলিয়ে ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে আছে সিটি। সেই সাথে আকাশী নীল জার্সিতে পারফরম্যান্সের চূড়ায় অবস্থান করছেন দলটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হল্যান্ড। এবারই ম্যানসিটিতে যোগ দেয়া এ তারকা ইতিমধ্যে ভেঙেছেন অনেক রেকর্ড, আর তার চূড়ান্ত স্বীকৃতিও পেলেন এবার।

এ মৌসুমের শুরতে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন হলান্ড। প্রিমিয়ার লিগে এসেই রীতিমতো গোল উৎসবে মাতেন তিনি, যেন পরিণত হয়েছেন এ গোল মেশিনে। অবিশ্বাস্য পারফরম্যান্সে তিনি ভেঙেছেন অনেক রেকর্ড। সিটিজেনদের হয়ে এ মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৬ টি গোল করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। এতেই ভেঙেছেন প্রায় তিন দশক ধরে টিকে থাকা রেকর্ড। ইংলিশ লিগে এক মৌসুমে সর্বোচ্চ (৩৪ টি) গোলের রেকর্ড ছিল এলান শিয়ারারের। এছাড়া এ মৌসুমে সব প্রতিযোগিতে মিলিয়ে ৫২ টি গোল করেছেন হলান্ড।

এ মৌসুমে লিগে সর্বোচ্চ গোল স্কোরারের স্বীকৃতি স্বরূপ তাই প্রিমিয়ার লিগ গোল্ডেন বুটও ওঠলো হলান্ডেরই হাতে। এ পুরস্কারের দৌড়ে থাকা টটেনহাম ফুটবলার হ্যারি কেইন ৩০ গোল করে আছেন তালিকার দুইয়ে। সিটিজেনদের হয়ে তৃতীয় ফুটবলার হিসেবে এ পুরস্কার অর্জন করলেন হলান্ড। আকাশী নীল জার্সিতে ২০১০-১১ মৌসুমে প্রথম গোল্ডেন বুট জয়ী হন কার্লোস তেভেজ, এরপর ২০১৪-১৫ মৌসুমে সার্জিও আগুয়েরো এমন কৃতিত্ব অর্জন করেছিলেন।

গোল্ডেন বুট জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগের ‘বর্ষসেরা ফুটবলার এবং বর্ষসেরা তরুণ ফুটবলার’ এর পুরস্কারও ওঠেছে হলান্ডের হাতে। সিটির হয়ে এমন অপ্রতিরোধ্য যাত্রায় হলান্ড সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৬ টি হ্যাটট্রিক করেছেন যার ৪ টিই প্রিমিয়ার লিগে। এছাড়াও, ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙেছেন তিনি, ২২ গোল করে গড়েছেন নতুন মাইলফলক। আসছে ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে হল্যান্ড-ডি ব্রুইনারা। আর তা জয় করতে নরওয়েজিয়ান স্ট্রাইকারের এমন অপ্রতিরোধ্য পারফরম্যান্সের প্রত্যাশায়ই থাকবে সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ