জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নোয়াখালীর সেনবাগ উপজেলায় জয়নুল আবদিন ফারুক (ZAF) ফাউন্ডেশন প্রাইজ মানি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর
শুভ উদ্বোধন সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১২ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা। জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সেনবাগ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ এ এস এম মিজানুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির উপ পরিচালক মনিরুল ইসলাম।
এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিন উল্যাহ বি-এস.সি, মমিন উল্যাহ চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপি নেতা নুর নবী বাচ্চু,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন, পৌরসভা যুবদলের আহবায়ক মোকাররম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন সহ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বহু নেতা কর্মী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার ৩টি দলসহ মোট ১৩টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
উল্লেখ্য যে, উদ্বোধনী ম্যাচে ৮ নং বীজবাগ ইউনিয়নের সাথে ৫ নং অম্বর নগর (সোনাইমুড়ী) ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ১-০ গোলে অম্বর নগর ইউনিয়ন কে পরাজিত করে বীজবাগ ইউনিয়ন বিজয়ী হয়।
অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।