মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন হাইস্কুলের কেরানী পরিচয় দিয়ে দৈনিক জাতীয় অর্থ নীতি পত্রিকায় কর্মরত পেশাদার সাংবাদিক গোলাম মোস্তফা বুলবুল (৪৩) পিতা মৃত মজিব উল্লা, সাংঃ পৌর লক্ষিনারায়ন পুর, ০৩নং ওয়ার্ড থানাঃ সুধারাম, জেলাঃ নোয়াখালীকে ২৪ মে দুপুর ১২টায় বর্নিত এই মোবাইল ০১৭১৭৫০২৯৮১ নাম্বার থেকে সাংবাদিক গোলাম মোস্তফা বুলবুলের ব্যবহ্রিত মোবাইল নাম্বার ০১৮৪৪৪৫৬৪০৬ তে কল দিয়ে পরিচয় দিয়া জানায় সে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের কেরানী আপনি কি সাংবাদিক বুলবুল আমাদের বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি আছে, তাহা আপনার পত্রিকায় প্রকাশ করতে চাই, বুলবুল সরল বিশ্বাসে যথাসময়ে তথায় পৌঁছে এবং বর্নিত মোবাইল নাম্বারে অনেক গুলো কল দেয়ার পরে অপরিচিত ব্যাক্তি কল রিসিভ করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মিত্যুর হুমকি দমকি করিয়া মোবাইল সংযোগ বিছিন্ন করে দেয়।
উল্লেখ্য যে বর্নিত নাম্বার হইতে অভিনব কায়দায় গত ২৪ মে দুপুর ০১টায় মামলার ০১নং সাক্ষী সাংবাদিক মোঃকামরুজ্জামান পিতাঃনুরুজ্জামানকে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের কেরানী এবং মামলার ০২নং সাক্ষী বদিউজ্জামান পিতাঃনুরুজ্জামান কে একলাশ পুর উচ্চ বিদ্যালয়ের কেরানী পরিচয় দিয়ে বিজ্ঞপ্তি দেয়ার কথা বলেন, তথায় যাইতে বলিলে তাহারা গিয়া কল করিলে তাদের সাথে ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দমকি দিয়ে সংযোগ বিছিন্ন করে দেয়।
বর্নিত বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীকে জিজ্ঞাসাবাদে তাহারা বলেন আমাদের প্রতিষ্ঠানে এরকম কোন বিজ্ঞপ্তি নেই এবং বর্নিত নাম্বার আমাদের মধ্যে কাহারও নয়।
বেগমগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা এস আই ফারুক অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।