রনজিত কুমার পাল (বাবু),স্টাফ রিপোর্টারঃ
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই পৌর শহরের ঐতিহাসিক সাড়ে চারশত বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের মূল মন্দির(গর্ভ মন্দির) এর সার্বিক সংস্কারকাজ, মার্বেলকরন, নতুন দরজা- জানালা,গ্রীল স্হাপনসহ অন্যান্য আনুষাঙ্গিক সমস্ত কর্মকান্ড সুসম্পন্ন করে মন্দিরটি ফুলের মালা দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করে উক্ত মন্দিরে শ্রীশ্রী যশোমাধব দেবের বিগ্রহ সহ অন্যান্য দেববিগ্রহ স্হাপন করে সনাতনপ্রথা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুযায়ী পূজা-অর্চনা মধ্য দিয়ে পুন: সংস্কারকৃত মন্দিরটি উদ্বোধন বা পুনঃ প্রতিষ্ঠা করা হয়েছে।
সোমবার (২২ শে মে-২০২৩ খ্রী:) সকাল থেকেই শ্রীশ্রী যশোমাধব মন্দিরের পুরহিত শ্রী উত্তম গাঙ্গুলি তার সহযোগীদের নিয়ে ধামরাইয়ের কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের পুনঃ সংস্কারকৃত মন্দিরে শ্রীশ্রী যশোমাধব দেবের বিগ্রহ সহ অন্যান্য দেববিগ্রহ স্হাপন করে সনাতনপ্রথা ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠান মেনে পূজার্চনা সুসম্পন্নের মধ্য দিয়ে মন্দিরটি পুনঃ প্রতিষ্ঠা করা হয়।
উল্লেখ্য- উক্ত মন্দিরের সার্বিক সংস্কারকাজের সমস্ত ব্যয় কুমুদিনী ওয়েল ফেযার স্ট্রাষ্টের অর্থায়নে সুসম্পন্ন করা হয়েছে।
ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের পুনঃ সংস্কার শেষে দেববিগ্রহ স্হাপন ও পূজার্চনার মাধ্যমে উদ্বোধন বা পুনঃ প্রতিষ্ঠার সময়ে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ জীবন কানাই দাস, সাধারণ সম্পাদক শহীদ রনদা প্রসাদ সাহার সুযোগ্য দৌহিত্র শ্রী রাজিব প্রসাদ সাহা, সহ-সভাপতিত্বয় ডা: অজিত কুমার বসাক, শ্রী অসিত কুমার গোস্বামী, শ্রী জগদীশ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় শ্রী নন্দ গোপাল সেন, অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ, কোষাধ্যক্ষ শ্রী রতন পাল, সাংগঠনিক সম্পাদক শ্রী প্রাণ গোপাল পাল, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী সমীর বরন সরকার, সমাজসেবা সম্পাদক শ্রী খগেশ চন্দ্র রাজবংশী, সহ-প্রচার সম্পাদক শ্রী স্বর্ণ কমল ধর, কমিটির সদস্যবৃন্দ শ্রী স্বপন পাল( শিক্ষক),শ্রী স্বপন পাল (কালা),শ্রী ভজন সূত্রধর, শ্রী হারাধন চক্রবর্তী, শ্রী চন্দন সরকার সহ কমিটির অন্যান্য কর্মকর্তা – সদস্যবৃন্দ ও অগনিত ভক্তবৃন্দ।