এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
খুলনার পাইকগাছায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রকি শেখ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। অভিযুক্ত রকি ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলাটি করেন। শুক্রবার (১৯ মে) শিশুটি ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তফা শওকত জামান জানান, বুধবার সন্ধ্যায় রাকি শেখ পাখির বাসা দেখানোর কথা বলে শিশুটিকে বাড়ির পাশের একটি ঝোঁপের পাশে নিয়ে যায়। এ সময় সে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটি কৌশলে রকিকে ধাক্কা দিয়ে পাশের একটি ঘেরে ফেলে দিয়ে বাড়িতে চলে যায়।
এরপর বাড়িতে ফিরে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার পিতা বিষয়টি পুলিশকে জানায়। ওই রাতেই পুলিশ রকির বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রকি পালিয়ে যায়।
পরদিন বৃহস্পতিবার শিশুটির বাবা ধর্ষণচেষ্টার অভিযোগ এনে থানায় একটি মামলা করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শিশুটি আদালতে ঘটনার বর্ণনা করে জবনবন্দি দিয়েছে। অভিযুক্ত আসামী রকিকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।