ঢাকার ধামরাইয়ে ‘চ্যানেল এস’এর উদ্বোধনী উৎসব অনুষ্ঠিত
সদ্য সম্প্রচারে আসা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসের মাসব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান চলছে সারাদেশে। এরই অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে উদ্বোধনী উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ধামরাই অফিসার্সক্লাব রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ২০ ধামরাই এর সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামীলীগ ও সরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহম্মেদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এসের ধামরাই প্রতিনিধি সিরাজুল ইসলাম। এসময় ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ, ধামরাই এর এসিল্যান্ড প্রশান্ত বৈদ্য, দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম হোসেন, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল, গ্লোবাল টেলিভিশনের তোফায়েল হোসেন সানী, চ্যানেল এসের সাভার প্রতিনিধি রাজীব মাহমুদ ও গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি সালমান শাহ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কেটে চ্যানেল এসের শুভযাত্রার সফলতা কামনা করেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।