সেনবাগে মিডিয়া কর্মীদের সাথে নোয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মান্নানের মতবিনিময় সভা
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী,সৌদি আরব পশ্চিমাঞ্চলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান এর সেনবাগ উপজেলা দলীয় কার্যালয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকার সময় সেনবাগে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মিশুর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফ উল্লাহ মাসুদ ও সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম টিপু।
এ সময় উপস্থিত ছিলেন-বিএনপি নেতা জসিম উদ্দিন ভাসানী, মামুন মেম্বার,যুবদল নেতা আনোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেকে।
উপস্থিত গণমাধ্যম কর্মীদের মধ্য থেকে প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন- ইত্তেফাকের খোরশেদ আলম, একুশে সংবাদের মোঃ আলাউদ্দিন আলো, দৈনিক মানবজমিন পত্রিকার নিজাম উদ্দিন খোন্দকার, ডেইলি বাংলাদেশের জুয়েল রানা,স্বদেশ প্রতিদিনের জাকির হোসেন।