আবদুল হামিদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে আলোক-৩ প্রকল্প মধুপুর উপজেলা ময়মনসিংহ অঞ্চল এর আয়োজনে মধুপুর কারিতাস জলছত্র অফিসে ২ দিন ব্যাপী জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আলোক-৩ প্রকল্প মধুপুর উপজেলা ময়মনসিংহ অঞ্চল এর আয়োজনে সোমবার ১০ জুন হতে মঙ্গলবার ১১ জুন এ ২ দিন ব্যাপী জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার কারিতাস আইসিডিপি ময়মনসিংহ অঞ্চলের মি.বুলবুল মানখিন, ফোকাল পার্সন আলোক-৩ প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের মি.বাঁধন চিরান,ফোকাল পার্সন আলোক-৩ প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের এড. দীনেশ দারু।
সেশন পরিচালনা করেন মধুপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, ফোকাল পার্সন আলোক-৩ প্রকল্পের মি.বাঁধন চিরান, আলোক-৩ প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের কৃষি অফিসার মিস. এনা নকরেক, মধুপুর উপজেলা কারিতাস আলোক-৩ প্রকল্পের ফিল্ড অফিসার মিসেস সূচনা রুরাম প্রমুখ।